ঢাকার আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় আওয়ামী-যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক ও রনস্থল গাজীরটেক এলাকার মরহুম মঙ্গল বেপারীর ছেলে হারুন অর রশিদ (৩৭), ইউনিয়ন যুবলীগের সদস্য ও শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে শক্তি প্রসাদ ঘোষ (৪৮), তার ভাই ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), একই এলাকার গোপাল সুত্রধরের ছেলে ও ওয়ার্ড সদস্য ভুলানাথ সুত্রধর (৫৮), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পাড়াগ্রাম এলাকার মরহুম দিদার আলীর ছেলে মো: শরিফুল ইসলাম গফুঁর (৬০), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড তথ্যবিষয়ক সম্পাদক ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আ: সাত্তার দেয়ানের ছেলে মো: মামুন দেওয়ান (৩৬) এবং পাথালিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ও কুরগাঁও টাট্টিবাড়ি এলাকার মরহুম মোস্তাক আহম্মেদের ছেলে আশরাফুল ইসলাম নজরুল (৩৯)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগের সক্রিয় সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।



