স্বামীকে হত্যার জন্য বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ ১০ মাসের সন্তান, হাসপাতালে ভর্তি

ওই সময় সন্তান কান্না শুরু করলে মোমিনুর শিশুকে সামান্য ভাত ও সেই তরকারি খাওয়ান। খাবার গ্রহণ করার সাথে সাথে শিশুটি বমি শুরু করে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
অভিযুক্ত রিপা খাতুন
অভিযুক্ত রিপা খাতুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালাশা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার উদ্দেশ্যে খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রী রিপা খাতুনের (২২) বিরুদ্ধে। আর ভুলবশত সেই খাবার খেয়ে তাদের ১০ মাসের শিশু সন্তান মারাত্মকভাবে অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালাশা গ্রামের মোমিনুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। দুই বছর আগে মোমিনুর রহমানের সাথে তার স্ত্রী মোছ: রিপা খাতুন (২২) বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা সমস্যার সৃষ্টি হয় এবং রিপা মাঝে মাঝে বাবার বাড়ি চলে যান। সম্প্রতি তাদের একমাত্র সন্তান আইয়ান আহমেদ (১০ মাস) জন্ম নেয়। এরপর রিপা জানিয়ে দেন যে তিনি আর সংসার করতে চান না।

ঘটনার দিন রিপা তার স্বামীকে জানান, তিনি বাবার বাড়িতে যাবেন। স্বামী নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে রিপা স্বামীকে হত্যার উদ্দেশ্যে রান্না করা গোশতের তরকারিতে জমিতে ব্যবহৃত বিষ মিশিয়ে দেন। ওই সময় সন্তান কান্না শুরু করলে মোমিনুর শিশুকে সামান্য ভাত ও সেই তরকারি খাওয়ান। খাবার গ্রহণ করার সাথে সাথে শিশুটি বমি শুরু করে।

পরে রিপা নিজেই শিশুটিকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন এবং স্বীকার করেন যে তরকারিতে বিষ মেশানো হয়েছিল। শিশুটিকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে শিশুটি চিকিৎসাধীন।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।