বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী তারেক রহমান বলেছেন, ‘এমন কাজ করা যাবে না যে কারণে অন্য জেলা বঞ্চিত হয়। আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাই। আগামী নির্বাচনে বগুড়ার সাতটি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করবেন। শুধু বগুড়া নয় সারাদেশ বঞ্চিত ছিল। শুধু মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির টুটি চেপে ধরব।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে নিজ আসন বগুড়া-৬ আসনের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে দেশে জবাবদিহিতামূলক সরকার হবে, না কি ধরনের সরকার হবে তা আপনাদের ভোটে নির্ধারিত হবে। তাই এবারের নির্বাচন গুরুত্পূর্ণ নির্বাচন। আগে এ আসনে আম্মা এমপি ছিলেন। তখন আমি অনেক কাজ করেছি। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকাকালে আমি বগুড়ার উন্নয়নে বিশেষভাবে কাজ করেছি। তখন বগুড়ায় গ্যাস সরবরাহ, মেডিক্যাল কলেজ, রাস্তা সম্প্রসারণসহ অনেক কাজ করেছি। কিন্তু আগামীতে হয়ত সেভাবে দেখা সম্ভব হবে না।’
তারেক রহমান আরো বলেন, ‘দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে বগুড়াবাসীকে পাশে চাই। এ জন্য সহযোগিতা চাই।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আরো বক্তব্য দেন চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের আব্দুল মহিত তালুকদার, বগুড়া -৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের গোলাম মো: সিরাজ, বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টনসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমান দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেন।



