আল্লামা লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা লুৎফর রহমানের (র:) স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আল্লামা লুৎফর রহমানের বড় ছেলে আবু সাঈদ মাহমুদ রিয়াজ।
আল্লামা লুৎফর রহমানের ছোট ছেলে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সালমান মুহাম্মদ আম্মারের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন (র:)-এর ছেলে শামীম সাঈদী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সাদিকুর রহমান আযহারী।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ মেহমান ছিলেন আল্লামা গোলাম কবির আযহারী, তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান, সেইফ কমিউনিটি গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাছান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ছানা উল্লাহ, মাওলানা শরফুদ্দীন তাহের, মাওলানা মারুফ বিল্লাহ। এছাড়া মাওলানা আব্দুল কাদের নাঈমসহ আলেমরা উপস্থিত ছিলেন।