বিজিবির উদ্যোগে রুমায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় শিক্ষার উন্নয়নে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো বিজিবিও কাজ করে যাচ্ছে। সীমান্ত ও দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে আমাদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বিজিবির উদ্যোগে রুমায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ
বিজিবির উদ্যোগে রুমায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষার প্রসারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি রুমা ব্যাটালিয়ন।

আজ বুধবার সকালে রুমা আদর্শ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম শাহ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় শিক্ষার উন্নয়নে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো বিজিবিও কাজ করে যাচ্ছে। সীমান্ত ও দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে আমাদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তি ও উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজিবির পক্ষ থেকে দুর্গাপূজার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।