ঝালকাঠির কাঁঠালিয়ার তালগাছিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তালগাছিয়া শরীফ বাড়ি জামে মসজিদ চত্বরে এ ক্যাম্প হয়।
মাটির টান ফাউন্ডেশনের সহযোগিতায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্ট এর আয়োজন করেন। চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ঢাকা লায়ন ক্লাবের ৩০ জন এ ক্যাম্পে অংশ গ্রহণ করেন। প্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুদের চোখের বিভিন্ন রোগ ও ডায়াবেটিসের পরীক্ষা করা হয়। পরে রোগীদের ফ্রি ওষুধ ও চশমা দেয়া হয়। অপারেশন উপযোগী রোগীদের ঢাকায় নিয়ে ফ্রি অপারেশন জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মাটির টান ফাউন্ডেশন এর চেয়ারপারসন শরীফ মঞ্জুরুল হক বাদল, লায়ন ক্লাব অফ গুলশান হেরিটেজের প্রেসিডেন্ট উবায়দুল হক শরীফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রিয়াজুল হক বশির, লায়ন রায়হান শিফা, লায়ন্স ইন্টারন্যাশনালের ডিজি মোহাম্মদ বেলাল হোসেন, ফাস্ট ভাইস গভর্নর ডা: আসাদুল্লাহ আহমেদ দুলাল, ডা: কাজী দিলকুশা আহমেদ, এস কে কামরুল, লায়ন ফারহানা বকশ, ক্যাবিনেট সেক্রেটারি মো: জাকির হোসেন ক্যাবিনেটের যারার মো: ওসমান গনি, কনভেনশন চেয়ারপারসন মো: রেফাত উল্লাহ লায়ন মো: আব্দুল্লাহ হেল বাকী, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকে।



