পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত চল্লিশোর্ধ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
বুধবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামের বাদামতলা এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় গ্রামবাসী সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাত ৯টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এদিকে নিহত ওই ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।
এ ব্যাপার কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।