সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির টহল দল রোববার দিবাগত রাতে ফেরিঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ হাজার পিস ভারতীয় বেটনোভেট-এন ক্রিম জব্দ আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৫৬ হাজার টাকা।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়নের-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।