সেনা সদস্যদের ওপর হামলা : জৈন্তাপুরে ৭০ জনের নামে মামলা

গত বৃহস্পতিবার রাতের এ ঘটনা গ্রেফতার পাঁচজনকে শনিবার (২৯ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
গ্রেফতার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে
গ্রেফতার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরে সেনা সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৮ জনের নামে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।

গত বৃহস্পতিবার রাতের এ ঘটনা গ্রেফতার পাঁচজনকে শনিবার (২৯ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অটককৃত আসামিরা হলেন, হরিপুর শিকার খাঁ গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে মো হাবিবুর রহমান (৫৩), চান্দঘাট গ্রামের জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলি (১৮), হেমু হাউদ পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে কুতুব উদ্দিন (৫০), হরিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইলিয়াস আলী (৫৩), লামা শ্যামপুর গ্রামের সোবান মিয়ার ছেলে সোহেল আহমেদ (২৬)।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে

সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে ফিরে আসার পথে কিছু দুর্বৃত্ত সেনা সদস্যদের ওপর পূর্বপরিকল্পনা মোতাবেক বেআইনিভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর সদস্যরা আহত হন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যায়। ওই ২৮ জনের ভাষ্যমতে এবং অন্যান্য তথ্যের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করে শনিবার (২৯ মার্চ) জৈন্তাপুর থানায় ৭০ জন আসামির নাম উল্লেখপূর্বক এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদের নিয়ে আসা ২৮ জনের মধ্যে শুধু পাঁচজনকে ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বাকি ২৩ জনকে মুচলেকা নিয়ে সম্পূর্ণ সুস্থভাবে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হরিপুরে বাজারে সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।