কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১

দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সাথে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে দুপুরে নিজ বাড়ি ও স্থানীয় শফিকের চায়ের দোকানের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাতে হত্যা |প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো: রবিউল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো: রবিউল ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সাথে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে দুপুরে নিজ বাড়ি ও স্থানীয় শফিকের চায়ের দোকানের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজহারুল ইসলাম জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।