কোটালীপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ক্যাম্পে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের দলীয় প্রার্থী এস এম জিলানী বলেন, ‘নির্বাচনের বৈতরণি পার হতে হলে সবাইকেই আমাদের লাগবে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ক্যাম্পে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এস এম জিলানী বলেন, ‘নতুনদেরকে আমাদের জায়গা করে দিতে হবে। কারণ আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চাই। ভোট কেটে নির্বাচিত হতে চাই না। তাই, যেসব মানুষ ভালোবেসে আমাদের কাছে আসতে চায়, আমরা তাদেরকে জায়গা করে দেবো, যাতে নতুনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে আমাদের জয়ে অবদান রাখতে পারে।’

অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীকে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানানো হয়।

দোয়া মাহফিলে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর সভাপতি ইউসুফ আলী দারিয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সদস্য কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।