সাদুল্লাপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

নিহত রাধানাথ দাস ওই গ্রামের পরলোকগত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা রাধানাথ দাস (৫৮) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাধানাথ দাস ওই গ্রামের পরলোকগত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, বড় ভাই নৃপেন চন্দ্র দাস ও খলিসা দাস গংদের সাথে বসতভিটার ভাগ-বাটোয়ারা নিয়ে রাধানাথ দাসের বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে শুক্রবার সকালের দিকে রাধানাথ দাস বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াতে যান। এ সময় খলিসা দাস ও তার দু’ ছেলে শঙ্খরাজ দাসসহ আরো অনেকে রাধানাথ দাসকে ছুরিকাঘাত করে রক্তাক্ত ও জখম করে। এ অবস্থায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাধানাথকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘রাধানাথ দাসের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’