ঝালকাঠিতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) দুপুরে রাজাপুর উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া সড়কের গালুয়া পাকাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালক মশিউর রহমানের বাড়ি মাগুরা জেলায় এবং তার সহকারী সুয়াজ বিশ্বাসের বাড়ি ফরিদপুরে।
রাজাপুর থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী যাত্রীবিহীন হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান। পরে তার সহকারীকে স্থানীয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।