নিসচা'র প্রতিবেদন

সিলেট বিভাগে নভেম্বরে সড়কে ঝরেছে ২৫ প্রাণ

নভেম্বরে তুলনামূলকভাবে কম প্রাণহানি হলেও সিলেট বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬ জন। গত মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমেছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেটের সড়কে থামছে না মৃত্যুর মিছিল। গত নভেম্বরে তুলনামূলকভাবে কম প্রাণহানি হলেও সিলেট বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬ জন। গত মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমেছে।

বুধবার (৩ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রেরিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে নিসচা'র গত ১১ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, চলতি বছরের ১১ মাসে সিলেট বিভাগে ৩২৪ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২৭ জন। এসময় আহত হয়েছেন ৮১০ জন।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। কম সংঘঠিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। নভেম্বর মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

এর আগে গত অক্টোবরে সিলেট বিভাগে ২৮ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২৮ জনের। এসব দূর্ঘটনায় আহত হন ১১০ জন।

এদিকে নিসচার এর আগের মাস সেপ্টেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হন। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

নিসচার গত ১১ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত বিভাগে ৩২৪ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩২৭ জনের। এই সময়ে আহত হয়েছেন ৮১০ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসে সিলেট বিভাগজুড়ে ২৬ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। এর আগের মাস জুলাইয়ে বিভাগে ২৬ সড়ক দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮ জন। ফেব্রুয়ারি মাসে বিভাগে ৩২ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। মার্চ মাসে ২৯ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে ২৯ সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। মে মাসে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। জুন মাসে ২৯ সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হন।

বুধবার (৩ ডিসেম্বর) নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একাধিক স্থানীয় দৈনিক, অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এসব প্রতিবেদন তৈরি করা হয়।