আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী এস. এম. শহিদ উল্লাহ ও ইসলামী ফ্রন্টের প্রার্থী মো: ইসলাম উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মোবারক হোসাইন ও খেলাফত মজলিসের প্রার্থী আবুল ফাতাহ মো: মাসুক।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: জোনায়েদ হাসান, খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মো: এমদাদউল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো: হাফেজ আলম।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুঁইয়া।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র প্রার্থী শাহ মুর্তজা আলী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৭২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ প্রত্যাহারের শেষ দিনে আরো ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৬টি আসনে মোট ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



