পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর শিবপুরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বৈলাবো গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে সাজ্জাদুল ইসলাম রানা (৩৫) ও আলিউর রহমান সোহাগ (৪০)।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিহত রানা ও তার পরিবারের সাথে তাদের আপন চাচা মামুনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। ওই জের ধরে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাধ হয়। সম্প্রতি নিহত রানার চাচা মামুনের বাড়ির কলের পানি নিহত রানা ও সোহাগদের বাড়িতে আসছিল। পরে সন্ধ্যায় রানা পানি বন্ধের জন্য চাচা মামুনকে ব্যবস্থা নেয়ার কথা জানাতে যায়। ওই সময় রানা ও সোহাগের সাথে তর্কে জড়িয়ে পড়েন চাচা মামুন। পরে মামুন তার দুই ছেলে দিদার ও বিদুৎকে নিয়ে দাঁ, ছুরি ও শাবল দিয়ে রানার উপর হামলা চালায়। এদিকে রানাকে বাঁচাতে তার বড় ভাই সোহাগ এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় তারা। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাত ও উপর্যুপরি ছুরিকাঘাতে দুই ভাই মাটিতে লুটিয়ে পরেন। পরে ঘটনাস্থলেই রানা মারা যান। পরে সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে রাতে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফজাল হোসেন বলেন, ‘দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আজ কলের পানি যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’