ময়মনসিংহের গফরগাঁওয়ে আগুন লেগে পুড়ে গেছে মাদরাসা শিক্ষক হাফেজ মো: মফিজুল ইসলামের বাড়ি।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামে এ ঘটনা ঘটে।
মো: মফিজুল ইসলাম লাউতৈল হুপফাজুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসতঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এ আগুনে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বিদ্যুৎতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত হাফেজ মো: মফিজুল ইসলাম জানান, আগুনে পরিবারের দু’টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের সমস্ত আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র এবং দীর্ঘদিন ধরে জমানো নতুন ঘর নির্মাণের সঞ্চিত অর্থও ভস্মীভূত হয়েছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির ইসমাইল হোসেন সোহেল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত হাফেজ মো: মফিজুল ইসলাম ও তার পরিবারের খোঁজ খবর নেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সকলের সহযোগিতায় কামনা করেছেন।



