রাজবাড়ীতে একদিন বিরতির পর পদ্মা ও যমুনায় তীব্র ঘন কুয়াশার কারণে গুরুত্বপূর্ণ দু’টি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-পাটুরিয়া রুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্থগিত করা হয়।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় রুটের ঘাট এলাকাগুলোতে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। মহাসড়কে উচ্চ ক্ষমতার হেড লাইট জ্বালিয়ে অল্প কিছু যানবাহন চলাচল করছে।
দৌলতদিয়া-পাটুরিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন আহমেদ জানান, শনিবার রাত থেকে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার তীব্রতা এতটাই বেড়ে যায় যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে কোনো ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়নি। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় চলাচল শুরূ হবে। উভয় ঘাটেই শতাধিক যাত্রীবাহি বাস ও পন্যবাহি ট্রাক এবং প্রাইভেটকার আটকা পড়ে রয়েছে।
একদিন বিরতির পর আজ রোববার কনকনে শীতের মধ্যে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।



