ফেনীর সোনাগাজীতে সমবায় অধিদফতরের ‘দুগ্ধ ঘাটতি সমবায় কার্যক্রম সম্প্রসারণ’শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার গোধুলী দুগ্ধ সমবায় সমিতির সুবিধাভোগীদের মাঝে ৮০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
৫০জন সুবিধাভোগীকে এক লাখ ৬০ হাজার টাকা করে মোট ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয় ।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুগ্ধ ঘাটতি সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের থেরিওজেনোলজিস্ট ওমর ফারুক, জেলা সমবায় অফিসার মো: জহির আব্বাস।
উপজেলা সমবায় পরিদর্শক আ ন ম তৌহিদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক জীবন চন্দ্র পাল।