মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জলবায়ু পরিবর্তন, ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি’ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
তিনি বলেন, ‘কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।’
মাঠপর্যায়ে এসব উদ্যোগের সফল বাস্তবায়নে মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় কৃষিখাতে মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণে রাখার কথাও উল্লেখ করেন বলেন, ‘মুন্সীগঞ্জের কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রশাসন সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত।’
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল, কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের প্রধান বিজ্ঞান কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রান্তিক কৃষক এবং অন্যান্য অংশীজন।



