পটিয়ায় রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রক্তাক্ত ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল’ সম্পন্ন হয়েছে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
পটিয়ায় রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
পটিয়ায় রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

রক্তাক্ত ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল’ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আশিকুল মুস্তফা তাইফু।

সভায় বক্তারা বলেন, ‘২৮ অক্টোবর আমাদের প্রেরণা, রক্তে রাঙানো হয়েছিল অক্টোবরের সেই দিন, মানবতার মুখে লেগেছিল লজ্জার কালিমা। ২০০৬ সালের এদিন ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালিয়ে আমাদের ভাইদের শহীদ করে মৃত লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা আমাদের শহীদদের প্রেরণা নিয়ে আগামীর দিনগুলো পরিচালিত করব ইনশাআল্লাহ। পরিশেষে সকল শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।’