মহানবী (সা:)-এর আগমনি মাস রবিউল আউয়াল উপলক্ষে ঢাকায় ‘কবিদের জলসায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা ফার্মগেটস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত এ কবিতা পাঠের আসর বসে।
‘মাসিক দ্বীন দুনিয়া’ সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে ও বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও প্রাবন্ধিক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কবি জাকির আবু জাফর, কবি মুজতাহিদ ফারুকি ও কবি-শিল্পী আমিরুল মোমেনিন মানিক।
এ সময় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, বিশ্ব ব্যবস্থায় বিরাজিত সত্য ও সুন্দরকে উদ্ভাসিত করার বলিষ্ঠ মাধ্যম হলো কবিতা। ইসলাম কবিতার এ শক্তি ও সৌন্দর্যকে স্বীকৃতি দেয়। মহানবী (সা:) কবিতায় মুগ্ধ হয়ে নিজের গায়ের মূল্যবান চাদর উপহার দিয়ে কবি কাব বিন জুহায়েরকে সম্মানিত করেছিলেন।
এদিকে ইসলামী গবেষণা কেন্দ্র, ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সূচনা বক্তব্যের পর স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি জামাল উদ্দিন বারী, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি গোলাম নবী পান্না, কবি মৃধা আলাউদ্দিন, কবি মুর্শিদ উল আলম, কবি মালেক মাহমুদ, কবি জাফর পাঠান, কবি ফরিদ সাইদ, কবি মোহাম্মদ ইসমাইল, কবি শাহ সিদ্দিক, কবি আমিন আল আসাদ, কবি হুমায়ুন কবির, কবি রবিউল মাশরাফী, কবি ইবনে আবদুর রহমান, কবি মনসুর আজিজ, কবি রহমান মাজিদ, কবি মুহাম্মদ ইসমাঈল মুফিজি, কবি নজরুল ইসলাম মিশা, কবি আলতাফ হোসেন রানা, কবি জাবির জাহিদ, কবি উবায়দুল্লাহ প্রমুখ।
এদিকে কবিদের জলসায় রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর উপস্থিতি সবাইকে উদ্বুদ্ধ করে। - বিজ্ঞপ্তি