ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় ৯ জন গ্রেফতার

লুণ্ঠিত মালামাল উদ্ধার

রোববার রাতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল ওই বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ৪৪ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

Location :

Narayanganj
লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে র‌্যাব
লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে র‌্যাব |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িতের অভিযোগে নয়জনকে আটক করেছে র‍্যাব-১১। এসময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, সোমবার রাতভর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার সামাদ নগর থেকে মো: লিটন (৩৭), মো: রফিকুল (২৮), মো: সাইদুল (৩১), মো: আরিফ (২৬), মো: সাগর মুন্সী (৩৮), মো: আক্তার (৪৪), মো: রোমানকে (৩২) এবং মো: রিয়াজ (৩৮), মো: শহিদুলকে (৪০) রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব আরো জানায়, আটককৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত মালামাল পরিবহনের ট্রাক (ঢাকা মেট্রো চ ১১৮৪-০৭), নয়টি মোবাইল, তামার তার, ড্রিল মেশিন একটি, কাটার মটর একটি, লোহার গ্রিল, স্ট্যান্ড ফ্যান একটি, চাপাতি একটি, ছুরি একটি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, রোববার রাতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল ওই বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ৪৪ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। এসময় নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের অস্ত্রের মুখে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করা হয়।

এ বিষয়ে সোমবার বিকেলে সাব-স্টেশনের দোভাষী মো: সেলিম ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।