বাগেরহাটে সাংবাদিক হত্যার ঘটনায় ১৯ জনের নামে মামলা

রোববার সন্ধ্যায় বাগেরহাট সদর থানায় এ মামলা করেন নিহতের মা হাসিনা বেগম।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
নিহত হায়াত উদ্দিন
নিহত হায়াত উদ্দিন |নয়া দিগন্ত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিন হত্যা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট সদর থানায় এ মামলা করেন নিহতের মা হাসিনা বেগম।

মামলায় হাড়িখালি এলাকার মো: ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌরসভার হাড়িখালি এলাকার মরহুম নিজাম উদ্দিনের ছেলে।

প্রধান আসামি ইসরাইল মোল্লা একই এলাকার মো: আব্দুস ছালাম মোল্লার ছেলে। তিনি বিএনপির কর্মী এবং ‘ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি’র বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদককারবারির অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ অক্টোবর সন্ধ্যায় হাড়িখালি এলাকায় হায়াত উদ্দিনের ওপর ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে শনিবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ হায়াত উদ্দিনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদ-উল-হাসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি ইসরাইল মোল্লাসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।