সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলে জুমনের ৮ ব্যাংক হিসাব ফ্রিজ

শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ (বড়লেখা জুড়ী) আসন থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে একাধিকবার সংসদ সদস্য ও শেষবার মন্ত্রী হন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলে জুমনের ৮ ব্যাংক হিসাব ফ্রিজ
সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলে জুমনের ৮ ব্যাংক হিসাব ফ্রিজ |নয়া দিগন্ত

সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের পাঁচ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তার ও তার ছেলে জাকির হোসেন জুমনের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো: আলমগীর হোসেন।

জব্দ করা পাঁচ কাঠা জমি উত্তরা ২ নম্বর সেক্টরে রয়েছে, যার বাজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকের আটটি হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে এসব অর্জন করেছেন অভিযুক্তরা। অর্থ আত্মসাৎপূর্বক সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাই অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।

শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ (বড়লেখা জুড়ী) আসন থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে একাধিকবার সংসদ সদস্য ও শেষবার মন্ত্রী হন।

শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পতিত সরকারের এই মন্ত্রী দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে। রাজধানী ঢাকায় তিনি বসবাস করছেন বলে তার ঘনিষ্ঠজনেরা মনে করছেন।