বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লামা উপজেলা দল ৩-০ গোলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজকে পরাজিত করে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট
বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট |নয়া দিগন্ত

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লামা উপজেলা দল ৩-০ গোলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজকে পরাজিত করে। দ্বিতীয় পর্বে রোয়াংছড়ি উপজেলা দল ও রুমা উপজেলা দলের খেলায় গোলশূন্য ড্র হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।

এতে স্থানীয় মোট আটটি দল অংশগ্রহণ করেছে। বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে: কর্নেল মো: হুমায়ুন কবির, সাবেক অধিনায়ক লে: কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার প্রমুখ।

সম্প্রীতির মিছিলে বান্দরবান এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে সেনাবাহিনী বান্দরবান রিজিয়ন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।