হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এতে ঘটনায় হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর হবিগঞ্জ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই সরকারি বিদ্যুৎকেন্দ্রটিতে একটি বিস্ফোরণের পর আগুন লেগে যায়।
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রটি হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহের ডিস্ট্রিবিউশন কেন্দ্র।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কয়েক মিনিটের মধ্যেই নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেয়। প্রায় ৩০/৩৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা সম্ভব নয়।’
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি শাহ ফতেহগাজী মাজারের খাদিম ফরিদ শাহ জানান, ‘সন্ধ্যার পর হঠাৎ করে পিডিবির সাব-স্টেশন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। কিছু সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে।’
এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ৯টার দিকেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।