আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একদল সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘জামায়াতের প্রার্থীরা একদিকে যেমন সৎ দক্ষ ও খোদাভীরু অপরদিকে শ্রমিকবান্ধব। আমরা বিশ্বাস করি এই সকল প্রার্থীদের বিজয়ী করতে শ্রমিকরা মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করবে।’
সোমবার (২২ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘ইসলাম শ্রমজীবী মানুষদের এক অনন্য সম্মানে ভূষিত করেছে। আমাদের প্রিয় নবী (সা.) নিজের শ্রমিক ছিলেন এবং শ্রমিকদের সবচেয়ে আপনজন ছিলেন। তিনি বলেছেন- শ্রমিকরা আল্লাহর বন্ধু। শ্রমিকদের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তিনি তাদের মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছেন। একই সাথে আমাদের নবী কঠুরি আঘাতে জর্জরিত শ্রমিকের হাতে চুমু খেয়েছেন।’
তিনি বলেন, ‘আজকের শ্রমিকরা অবহেলিত নিষ্পেষিত ও নির্যাতিত। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কোথাও কোথাও এখনো শ্রমিকদের পর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে। শ্রমজীবী মানুষের একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলামী শ্রমনীতি। এই নীতি বাস্তবায়ন ব্যতীত শ্রমিকদের মুক্তি অসম্ভব। দেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামী অনুশাসন মেনে চলা ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। অতীতে দেখেছি একদল মানুষ ভোটের আগে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপমা তৈরি করে। ভোট শেষ হয়ে গেলে তারা ও তাদের উপমা উধাও হয়ে যায়। এরকম মৌসুমী ব্যক্তিদের দ্বারা ইসলাম ও শ্রমিকদের খেদমত হতে পারে না। সুতরাং আগামী নির্বাচনে শ্রমিকদের সত্যিকারের ইসলামী অনুশাসন মেনে চলা ব্যক্তিদের বিজয়ী করতে হবে।’
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নগর ফেডারেশনের সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধক্ষ্য মো: নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গির আলম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আবদুর রহীম মানিক প্রমুখ।