পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় আটক ২

পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় এক অটোরিকশাচালক ও তার সহযোগী ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে। পরে ছাত্রীটি ভয় পেয়ে অপহরণকারীর হাতে কামড় দিয়ে দৌড়ে চলে আসে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় আটক ২
স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় আটক ২ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করার অভিযোগে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (৩ ডিসেম্বর) তাদের আটক করে পুলিশ।

আটক দু’জন হলেন- সেকান্দর সরকারের ছেলে ইসমাইল (৫২) ও সৈয়দ আলী সরদারের ছেলে সিরাজ। তাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে হলেও তারা মুন্সীগঞ্জ সদরের রামশিং এলাকায় ভাড়া থাকতেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় এক অটোরিকশাচালক ও তার সহযোগী ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে। পরে ছাত্রীটি ভয় পেয়ে অপহরণকারীর হাতে কামড় দেয় এবং দৌড়ে গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানায়।

এদিকে এমন খবর জানার পর বিদ্যালয়ের শিক্ষকরা একই পথে ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে যান। এ সময় পথে আবারো অপহরণকারীদের দেখা মিললে শিক্ষকরা তাদের সাথে কথা বলতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বিষয়টি জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাটি আমলে নিয়ে মামলা নেয়।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: সিরাজ হাওলাদার জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে দুই অভিযুক্তকে নিরাপদে উদ্ধার করেন।

Topics