কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির কেন্দ্র ঘোষিত সম্ভাব্য এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকসহ ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থক ও অনুসারীদের এ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান ও মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে রেখেছেন। এছাড়া মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা ও দলীয় সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ভূমিকা তুলনাহীন। ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেয়ায় তৃণমূলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এছাড়া ভোটের মাঠে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।
বক্তারা দাবি করেন, ‘জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা ও সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে।
জানা যায়, আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের দু’বার ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের সহ-সভাপতি ও বর্তমানে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়।



