স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে ভিন্ন অধিদফতরে একীভূত করার চেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নার্স ও স্টাফরা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের সদস্যরা কালো ব্যাজ পরে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে ধর্মঘট পালন করেন।
পরে তারা হাসপাতালের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন।
সমাবেশে নার্সরা বলেন, তাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ২৭ নভেম্বর দু’ ঘণ্টাব্যাপী কালো ব্যাজ পরে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ৩০ নভেম্বর কালো ব্যাজ পরে দু’ ঘণ্টাব্যাপী প্রতীকী শাটডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসা: কোহিনুর বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন, সংগঠনের শিক্ষার্থীবিষয়ক প্রতিনিধি মোহাম্মদ সাদেক হোসেন খান, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ মো: শাকিল হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
আন্দোলনকারী নার্সদের দাবিগুলো হলো ১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে ভিন্ন অধিদফতরে একীভূত করার চেষ্টা বন্ধ ২. জাতীয় নার্সিং কমিশন গঠন ৩. অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে, ৪. নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (নবম-চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপার নিউমারারী পদোন্নতি দিতে হবে, ৫. অবিলম্বে নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো নবম গ্রেডে উন্নীত করতে হবে, ৬. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে, ৭. বেসরকারি স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, ৮. নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের ওপর জোরপূর্বক বিগত সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে এবং শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।



