ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দু’ অভিযানে ১৫৩ কেজি গাঁজা ও দু’টি ট্রাকসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার চরচারতলা ও সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরচারতলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দু’জন মাদককারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার ভুবননগর গ্রামের মরহুম লিলু মিয়ার ছেলে মো: জামাল হোসেন (৪৬) ও একই উপজেলার রসুলপুর গ্রামের মো: মানিক মিয়ার ছেলে মো: মাসুম মিয়া (৩৬)।
এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ থানার আরেকটি পুলিশ টিম সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে আরো একটি ট্রাক আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আরো দু’ মাদককারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মরহুম লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫) ও একই উপজেলার কালতা পূর্বপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে মো: শাকিল (২৩)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আলম জানান, দু’টি ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



