কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্যাসিস্ট বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মরহুম বশির উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য ইসাহক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫), গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।
এছাড়া কাশিপুর ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক মরহুম কাসেম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে (৪৫) সোমবার সকালে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া সকলেই তালিকাভুক্ত ফ্যাসিস্ট এবং চলমান তদন্তে তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় এবং আটক হওয়া চারজনকে সোমবার (২১ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য একজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি আরো জানান, অভিযানের মাধ্যমে ফ্যাসিস্টদের গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে।