নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৃত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার মো: সিদ্দিক প্রামানিকের ছেলে বলে জানা গেছে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
মাধনগর রেল স্টেশন
মাধনগর রেল স্টেশন |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মো: মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেম্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মনিরুল ইসলাম ভারসাম্যহীন ছিল। সে উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার মো: সিদ্দিক প্রামানিকের ছেলে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো: উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলামের মৃত্যু হয়।