মির্জাপুরে কৃষি জমি থেকে প্রবাসীর লাশ উদ্ধার

উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াগাড়া তিন রাস্তার মোড়ের কৃষি জমির আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুর থানা
মির্জাপুর থানা |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের কৃষি জমি থেকে ফিরোজ মিয়া (৪৮) নামে এক প্রবাসীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াগাড়া তিন রাস্তার মোড়ের কৃষি জমির আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফিরোজ মিয়া তরফপুর মাটিয়াগাড়া এলাকার মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি।

পুলিশ জানায়, ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। সোমবার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে। তবে এই খুনের ব্যাপারে পুলিশ সুস্পষ্ট কিছু জানাতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক ব্যক্তি জানান, ফিরোজ মিয়া ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এই পরকীয়ার জের ধরে সে খুন হতে পারে বলে ধারণা তাদের।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।