সিলেট নগরীর দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরিবর্তিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর এলাকায় বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ১ ডিসেম্বর প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি পরিবর্তন করে নতুন নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহের জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি সকলকে যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।



