সিলেটে প্রাইভেটকার থামিয়ে শিশু অপহরণের চেষ্টা, যুবক আটক

‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লালাদিঘীরপাড়ের মাহমুদ ভিলা-এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে প্রাইভেটকার থামিয়ে শিশু অপহরণের চেষ্টা, যুবক আটক
সিলেটে প্রাইভেটকার থামিয়ে শিশু অপহরণের চেষ্টা, যুবক আটক

সিলেট নগরীতে প্রকাশ্য দিবালোকে প্রাইভেটকার থামিয়ে মাদরাসা শিক্ষার্থী শিশু অপহরণের চেষ্টা চালিয়েছে কয়েকজন যুবক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ঘটনায় জড়িত এক যুবককে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিলেট নগরীর মেডিক্যাল রোড সংলগ্ন নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা চালাচ্ছেন দুই যুবক। যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়।

ওই শিশুর নাম শেখ লাবীব বিন ফাহিম (৯)। সে নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রাইভকারের চালক মো: দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো কালও আমি গাড়ি নিয়ে লবীবকে মাদরাসা থেকে নিয়ে আসার পথে নবাব রোড গলির মুখে আসা মাত্র ৫-৬ জন যুবক গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেয়। গাড়ি থামানোর সাথে সাথে লবীবকে নামিয়ে দেয়ার কথা বললে জানতে চাই কেন, কী হয়েছে। এ সময় তারা আমাকে চড়-থাপ্পড় মেরে গলায় রামদা ধরে গাড়ির সামনের গ্লাসে ভাঙচুর করে দরজা খুলে তাকে সামনের সিট থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা লবীবকে ফেলে ব্যাটারিচালিত রিকশাযোগে পালিয়ে যায়।

এ ব্যাপারে শেখ লাবীব বিন ফাহিমের বাবা ফাহিমুল ইসলাম বলেন, প্রতিদিন আমি আমার ছেলেকে মাদরাসা নিয়ে যাই এবং নিয়ে আসি। আজ ব্যক্তিগত কাজ থাকায় যেতে পারিনি। মাদরাসা থেকে ফেরার পথে কয়েকজন অপহরণকারী আমার ছেলেকে অপহরণ করার চেষ্টা করে ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার পূর্ব শত্রুতা কারো সাথে নেই। আমরা মামলা দায়ের করেছি।

এদিকে দিনদুপুরে প্রাইভেটকার থামিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের লালদিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ। আটকের নাম হিসাম আহমদ (২০)। তিনি নগরীর লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।

বুধবার (১৯ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লালাদিঘীরপাড়ের মাহমুদ ভিলা-এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।