আমার বাড়িতে কারা হামলা করেছে জানি না, মামলা করব : কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়। তিনি বলছেন, হামলাকারীদের পরিচয় জানেন না এবং মামলা করবেন। হামলায় তার দু’টি গাড়ি ও জানালা ভাঙচুর হয়, পুলিশ ঘটনার তদন্ত করছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
সংবাদ সম্মেলনে আব্দুল কাদের সিদ্দিকী, ডানে তার বাসভবন
সংবাদ সম্মেলনে আব্দুল কাদের সিদ্দিকী, ডানে তার বাসভবন |নয়া দিগন্ত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমার বাড়িতে কারা হামলা করেছে জানি না। আমি মামলা করব। কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি।’

রোববার দুপুরে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবন সোনার বাংলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে, শনিবার মধ্যরাতে তার বাসভবনে হামলা চালানো হয়।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারব না। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ গবিব-দুঃখী মানুষের বাড়িঘর নিরাপদ কেমন করে হয়।’

তিনি বলেন, ‘যদি সবাইকে আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য এ কোনো ষড়যন্ত্র কিনা ‘

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময়ই রাজি আছি।’

শনিবার মধ্যরাতের হামলায় কাদের সিদ্দিকীর দু’টি গাড়ি ও জানালা ভাঙচুর করে হামলাকারীরা। তখন কাদের সিদ্দিকী ওই বাসাতেই অবস্থান করছিলেন।

কাদের সিদ্দিকীর গাড়িচালক মো: লিটন বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জনের একদল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সাথে কিছু তেল নিয়ে আসছিল। এ সময় দু’টি গাড়িতে ভাঙচুর করে তারা। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা বাইরে বের হয়ে ইটের টুকরা নিক্ষেপ করে বাড়ির জানালা ভেঙে চলে যায়।

হামলার বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।