কেন্দুয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা মোবাইলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)

Location :

Kendua Upazilla
কেন্দুয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
কেন্দুয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ |নয়া দিগন্ত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তৌহিদ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার নন্দীখিলা গ্রামের রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কিশোরীর স্কুলে যাওয়া আসার পথে ধনাচাপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে তৌহিদ প্রেম প্রস্তাবসহ বিরক্ত করত। সর্বশেষ গত শনিবার মেয়েটি তার চাচার শ্বশুরবাড়ি ধনাচাপুর গ্রামে বেড়াতে যায় এবং সন্ধ্যায় পাশের দোকানে কেনাকাটা করতে যাওয়ার সময় সুযোগ বুঝে টানাহেঁচড়া করে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় তার চিৎকার চেঁচামেচিতে লোকজন এসে উদ্ধার করে। পরে সোমবার মেয়েটির মা ছেলেটির বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

গ্রেফতার নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা মোবাইলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।