চন্দ্রঘোনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রোববার দুপুরে রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে এই ঘটনাটি ঘটে।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
চন্দ্রঘোনা থানা
চন্দ্রঘোনা থানা |সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে এই ঘটনাটি ঘটে।

আব্দুল হাকিম রাইখালি ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মরহুম বাহার আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার ২ নম্বর ওয়ার্ডের রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে দুপুর সাড়ে ১১টায় ৯ থেকে ১০ জনের অবৈধ অস্ত্রধারী আকম্মিকভাবে এসে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি করে চলে যায়। এ সময় ঘটনাস্থলে হাকিম নামে এক যুবকের মৃত্যু হয়।

রাইখালি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: ইমরুল হাসান বলেন, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।