চাঁদপুরের হাজীগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে শাহআলম (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সাদ্রা দরবার শরীফ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের জানালার পাশে মৃত অবস্থায় ঝুলছিলেন শাহআলম। লাশ দেখতে পেয়ে ইউপি সদস্য জাকির হোসেন থানায় খবর দেন। পরে হাজীগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়।
পুলিশ জানায়, লাশের পাশ থেকে নেশাজাতীয় কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি নন বলেও পুলিশ জানায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন হেলাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পরিত্যক্ত ভবনের দক্ষিণ পাশে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। কী কারণে এভাবে মৃত্যু হলো, তা বোঝা যাচ্ছে না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থল থেকে নেশাজাতীয় আলামত পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না এলে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।