‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি’ এই স্লোগানে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দফতরে তারুণ্য উৎসবের আয়োজনে তরুণদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ব্রি’র সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিসহ ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করে ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ এক কার্যকর উপায়। বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এবং সেই সাথে অক্সিজেন সরবরাহ করে। তাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি সবাইকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সবাই মিলে আমাদের চারপাশ সবুজ করে তুলি, যা আমাদের সকলের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করবে।’