শহীদ জসিমের বাবা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে আল্লাহ উচিত বিচার করছে

আল্লাহ উচিত বিচার করছে। এহোন হাসিনারে দ্যাশে আইনা ফাঁসি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাইবে।

মো: জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

Location :

Patuakhali
শহীদ জসিমের বাবা।
শহীদ জসিমের বাবা। |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণার পর গভীর স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিমের বাবা সোবহান হাওলাদার।

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমের এ রায় শুনে অশ্রুসিক্ত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

পটুয়াখালীর দুমকি পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সোবহান হাওলাদার শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায়কে সঠিক বিচার বলে মনে করেন। তিনি বলেন, ‘আল্লাহ উচিত বিচার করছে। এহোন হাসিনারে দ্যাশে আইনা ফাঁসি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাইবে। মৃত্যুদণ্ডের রায়ে মনে করি সঠিক বিচার পেয়েছি।’

তার এ বক্তব্য শুধু ব্যক্তিগত শোকের বহিঃপ্রকাশ নয়, এটি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হওয়া বহু পরিবারের আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারান জসিম হাওলাদার। ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত সমাজের দাবিতে চলা সে আন্দোলনে বহু সাধারণ মানুষের মতোই তিনি প্রাণ হারান।

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার সে সময়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায়, শহীদ জসিমের বাবা সোবহান হাওলাদার তার ছেলের হত্যার বিচার পেলেন বলে মনে করছেন।