ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হিরা মনি বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী এবং এক সন্তানের মা ছিলেন।
যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, ‘স্বামীর সাথে ঝগড়া করার পর হিরা মনি আত্মহত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। ঘটনার পর থেকে তার স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছেন। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুঁজছি।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী চুন্নু পলাতক। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



