খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চার্চের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সকল ধর্মের মানুষের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজীজুর রহমান, বাইতুলমাল সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড আমির মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপু, ৭ নম্বর ওয়ার্ড আমির মো: সোহরাব হোসেন, সেক্রেটারি মো: আমীরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গৌরনদী ধর্মপল্লী ক্যাথলিক চার্চের আওতাধীন গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার মোট ১৯টি গির্জায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিনের উৎসব উদযাপিত হচ্ছে।



