সিলেটের ওসমানীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিস করতে গিয়ে ধারালো দায়ের কোপে আতিকুর রহমান আতিক (৪২) নামে এক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) নিহত হয়েছেন বুরুঙ্গা।
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দু’ পক্ষের মারামারিতে ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন তিনি। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতিক উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের মাহমদ মিয়ার ছেলে।
জানা যায়, পশ্চিম সিরাজনগর গ্রামে জমিজমা নিয়ে একই পরিবারের দুই ভাই আকলিছ মিয়া ও পাচু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। ইতোমধ্যে বিষয়টি নিয়ে মামলা হলে পাচু মিয়া ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তারা জামিনে বের হলে আবার আকলিছ মিয়ার সাথে বিরোধ শুরু হয়।
পরে সন্ধ্যার দিকে বিষয়টি নিষ্পত্তি করতে আকলিছ মিয়া গ্রামের মুরব্বিদের নিয়ে সালিস বৈঠকের আয়োজন করেন। সালিস বৈঠকে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হলে একটি পক্ষের দায়ের কোপে আতিক মিয়া গুরুতর আহত হন। এরপর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত হয়েছে। পরিবারের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে মামলা নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



