চাঁদপুরে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশে ওই সড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংকবহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
নিহত শিক্ষার্থী আবু সাঈদ রাফিন
নিহত শিক্ষার্থী আবু সাঈদ রাফিন |নয়া দিগন্ত

চাঁদপুর শহরের মুখার্জিঘাটে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে শহরের কবি নজরুল সড়ক মুখার্জিঘাট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রাফিন শহরের মিশন রোড সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা প্রবাসী মো: শাহিনের ছেলে এবং আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুরে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশে ওই সড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংকবহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যালে রেফার করে জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিন মারা যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগিকে পাওয়া যায়নি। নিহত শিশুর লাশ সুরতহাল করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।