গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় মানুষ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, এনসিপির জেলা সংগঠক শামসুল আলম, সক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।
বক্তাগণ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের সসস্ত্র হামলার মাধ্যমে প্রাণহানি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতার আনতে সরকারের কাছে জোর দাবি জানান তারা। অন্যথায় জামায়াতে ইসলামী দেশবাসীকে সাথে নিয়ে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।