জামালপুরে বিভিন্ন সময় খোয়া যাওয়া মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিয়েছে পুলিশ। জেলা পুলিশের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (৩ আগস্ট) উদ্ধারকৃত ৪৪টি মোবাইলফোন জামালপুর থানা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়।
জানা যায়, জামালপুর সদর থানায় জুলাই-২০২৫ মাসে সাধারণ ডায়েরি (জিডি) মূলে হারানো মোবাইলফোনগুলো তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে পুলিশ। পরে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় তা হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন। এছাড়া অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এদিকে উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জামালপুর সদর থানার এএসআই মো: আবুল মুনছুর।
জামালপুরের পুলিশ সুপার কার্যালয়ের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের নিরাপত্তা ও সেবার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এতে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।