‘জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে না’

যারা পিআর বুঝে না তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে ক্ষমতায় যাওয়া, চাঁদাবাজি, লুটতরাজের এবং স্বৈরাচারী পথ বন্ধ হয়ে যাবে।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Cumilla
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ শাহজাহান
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দেশের মানুষ ও সকল রাজনৈতিকদল যেমন নির্বাচন চায় তেমনি আমরাও নির্বাচন চাই। তবে যে মানবতা বিরোধের অপরাধে জামায়াত ইসলামীর নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকেও ওই ফাঁসির মঞ্চে ঝুলানোর পর আমরা নির্বাচন চাই।’

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিডিআর হত্যাকান্ড থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-জনতার উপর বর্বোরোচিত হামলার এবং দেশের সকল পৈশাচিক হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী খুনি শেখ হাসিনা তার নিজ ঠিকানা ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে।’

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সম্প্রতি সিইসির এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা যদি প্রশ্ন করি, অন্তর্বর্তী সরকার কি সংবিধানে আছে? পাঁচ বছরের আগে নির্বাচন কি সংবিধানে আছে? তাহলে সিইসি সাহেব আওয়ামী লীগের পাঁচ বছর তো এখনো শেষ হয় নাই, তাহলে আপনি কীভাবে সিইসি হলেন? সুতরাং এরকম অযৌক্তিক কথা আমরা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে শুনতে চাই না।

পিআর পদ্ধতির বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্যে করে তিনি বলেন, যারা এতদিন রাজনীতি করলো তারা যদি পিআর পদ্ধতি না বুঝে তাদের রাজনীতি ছেড়ে দেয়া উচিত। দুনিয়ার ৮৫টি দেশে পিআর পদ্ধতির চর্চা আছে। আমরা বরাবরই তাদেরকে বলবো আপনারা ওই দেশগুলো সফর করে পিআর পদ্ধতি বুঝে আসুন।

যারা পিআর বুঝে না তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে ক্ষমতায় যাওয়া, চাঁদাবাজি, লুটতরাজের এবং স্বৈরাচারী পথ বন্ধ হয়ে যাবে। এদেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায় বলে দাবি করেন তিনি।

চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত ওই সমাবেশে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের পরিচালক আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।

চান্দিনা উপজেলা জামায়াত সেক্রেটারী আব্দুল আহাদ ও পৌর সেক্রেটারী ইয়াহিয়া রায়হান এর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মাওলানা মুফতি আমিনুল ইসলাম, অধ্যাপক এ কে এম আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, পৌর আমির আবুল হাসেম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাছুম শরীফ, মাওলানা ইলিয়াস সরকার, অর্থ-সম্পাদক কবির হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম প্রমুখ।